সুমন প্রধান :
কাজী সাইয়্যেদুল আলম বাবুলকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচীত করায়, ২১-০৬-২০২৪ইং শুক্রবার বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনাতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্বদেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির,জেলা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক এ্যাড.নাহীন আহমেদ মমতাজী, কেন্দ্রীয়নেতা আ:হান্নান মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান। এসময় তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় নেতাকর্মীরা মিছিলে অংশ নেন ।