লক্ষীপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নুর আহাম্মদ মিলন:

লক্ষ্মীপুরে আলোচনা সভা দোয়া ও কেক কেটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। রবিবার (২৩ জুন) বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মতলব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জজকোর্টের পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দীন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় দেয়া ও মুনাজাত করা হয়। পরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *