লোহাগাড়া উপজেলার তিন অভিভাবকের শপথ অনুষ্ঠান

কামরুল ইসলাম:

আগামী ৩ এ জুলায় রোজ বুধবার চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এস এম মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা নেত্রী জেসমিন আক্তারের শপথ অনুষ্ঠান।

শপথ অনুষ্ঠানের পর বৃহস্পতিবার থেকে উনারা লোহাগাড়া উপজেলার সকল জনসাধারণ ও তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে লোহাগাড়া উপজেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হবেন। শুধু তাই নয় লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের সকল জনসাধারণের নতুন ভাগ্য রচনা করবেন উনারা।সাবেক চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের স্থানে লোহাগাড়া উপজেলা ভাগ্য উন্নয়নের চাবি হাতে নিবেন খোরশেদ আলম চৌধুরী। তিনি কি পারবেন লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়ন কে মাদক, সন্ত্রাস , কিশোর গ্যাং মুক্ত করে আধুনিক মডেল লোহাগাড়া উপজেলা গড়ে তুলতে। এখন সচেতন মহলের নজর সেদিকে সচেতন মহলের প্রশ্ন জনতার আদালতে বসে খোরশেদ আলম চৌধুরী কি সেবক হবেন না-কি শুশুক হবেন। অনেক বছর পর আমিরাবাদ ইউনিয়নর কৃর্তী সন্তান বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা মামুন একজন সৎ যোগ্য ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে রাজ সিংহাসনে বসতে যাচ্ছেন উনার কাছে আমিরাবাদ ইউনিয়নের অবহেলিত জনগণের অনেক চাওয়া কেননা ১৯৭১ সাল থেকে আমিরাবাদের কোন সন্তান এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান নহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়নি বলে কেউ আমিরাবাদ ইউনিয়নের দিকে নজর দেননি তাই দীর্ঘ দিন যাবৎ অবহেলিত ছিল আমিরাবাদ এই প্রথম দীর্ঘ সাধনার পর আমিরাবাদ ইউনিয়ন থেকে তাদের প্রিয় সন্তান লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাই মামুনের কাছে অবহেলিত জনগণের চাহিদা বেশি এই চাহিদা কি তাদের প্রিয় সন্তান মামুন পূর্ণ করতে পারবেন। সাথে সাথে অন্য প্রার্থীর চেয়ে বহু ভোট বেশি দিয়ে চেয়ারম্যান পদে খোরশেদ আলম চৌধুরী কে আমিরাবাদ বাসী জয় করেছেন তাই খোরশেদ আলম চৌধুরীর প্রয়োজন অবহেলিত আমিরাবাদ ইউনিয়ন কে একটা আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলা কিন্ত খোরশেদ আলম চৌধুরী কি তা করবেন।

বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরাবাদ ইউনিয়নের কোন উন্নয়ন করেন নাই বিদায় একটি জবা ঝির্ণ কুঁড়ের ঘরের মত পড়ে ছিল আমিরাবাদ ইউনিয়ন তাই নবাগত লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট আকুল আবেদন আমাদের আমিরাবাদ ইউনিয়নের প্রতি নজর দিবেন একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন আমাদের আমিরাবাদ ইউনিয়ন কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *