লোহাগাড়া উপজেলা পরিষদের নীরবতায় ফুটপ্যাত আবারো অবৈধ দখলদারের হাতে

কামরুল ইসলাম:

চট্টগ্রাম জেলার ঐতিহাসিক লোহাগাড়া উপজেলা সদর একটি অপরিষ্কার অপরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠেছে। শুধু তাই নয় বর্তমানে অবৈধ দখল দারের হাতে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা তারা বলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা হলেও লোহাগাড়া উপজেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করেছেন। এছাড়াও লোহাগাড়া সদর কে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে রয়েছে একটা কমিটি যার নাম শহর উন্নয়ন কমিটি কিন্তু এই কমিটির কি কাজ কি দ্বায়িত্ব পালন করেছেন এই শহর উন্নয়ন কমিটি সচেতন ব্যবসায়ীরা অবহিত নয়।তারা শুধু জানে এই কমিটি প্রতি মাসে মাস শেষ হলে একটি মাসিক চাঁন্দা আদায় করে সম্পুর্ন বিষয় টা লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানেন কিনা সচেতন ব্যবসায়ীরা বলেন অবশ্যই জানেন দিনে দুপুরে আলোর সামনে এই চাঁদা আদায় করা হয়। এই চাঁদা লোহাগাড়া সদরের উন্নয়নের স্বার্থে তোলা হয় অথচ কোন উন্নয়ন নেই বললেই চলে।এছাড়াও লোহাগাড়া উপজেল সদরকে অবৈধ দখলমুক্ত করা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব অথচ একশ্রেণীর চাঁদাবাজরা নিরবে নিরবিত্তে চাঁদা নিয়ে ফুটপাতের উপর অবৈধ হকার বসিয়ে শহরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন করে যাচ্ছে। এই বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম দ্বায়িত্ব নিয়ে কয়েকবার অভিযান পরিচালনা করছেন। কিন্তু যাদের দায়িত্ব তাদের চোখে কালো কাপড়ে বান্দা তাই তারা দেখে দেখে না এই বিষয়ে লোহাগাড়া উপজেলার অভিভাবক নির্বাহী কর্মকর্তা ইউএনওর বক্তব্য নিতে ওনার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও প্রতিনিধি ব্যর্থ হয় উনার কার্যালয়ে গেলেও দেখা মেলেনি তাই উনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *