৫০হাজার ইয়াবা সহ তিন রোহিঙ্গা টেকনাফে র‌্যাব-১৫এর হাতে আটক

কামরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। উদ্ধার মাদকের বাজার মূল্য দেড় কোটি টাকা।
সোমবার (১৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার জাদি পাহাড়ের প্রধান গেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড ও নগদ ৩১০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হল, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৭ ব্লকের বাসিন্দা মৃত মীর আহমদের ছেলে কামাল হোসেন (২৪), ব্লক-এ/৫ এর বাসিন্দা রশিদ আহমদের ছেলে আব্দু রাজ্জাক (৩৭) ও একই ব্লকের মৃত নজির হোসেনের ছেলে কামাল হোসেন (২৮)।
র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার মাদকের বাজার মূল্য দেড় কোটি টাকা। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *