রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসে শিশুসহ নিহত ২

 কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপা পড়ে মারা গেছে শিশুসহ দুজন।

বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন।

নিহতরা হলেন- ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (২১), ৮ নম্বর ক্যাম্পের ৪১ ব্লকের মো. আলমের ছেলে সিফাত (১৩)।

কমিশনার নয়ন বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর ভারি বর্ষণের এক পর্যায়ে ভোর ৪টার দিকে বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে আকস্মিক পাহাড় ধস ঘটে। এতে বসতঘর মাটিচাপা পড়লে দুজন রোহিঙ্গা মারা যান।

রোহিঙ্গা ক্যাম্পের আরও কয়েকটি ঘর প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে।

উল্লেখ জাতিগত নিপীড়নের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১৩ লাখ রোহিঙ্গার অধিকাংশ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরে রয়েছে। সেখানে অনেক স্থানে পাহাড় কেটে বসতি তৈরি করেছে রোহিঙ্গারা।

এবার বর্ষার শুরুতেই গত ১৯ জুন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধস ঘটে। তাতে ২ বাংলাদেশি এবং ৮ রোহিঙ্গার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *