পটিয়ায় ট্রাক ও  অটোরিকশার   সংঘর্ষে  ৪ জন নিহত 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী, চট্টগ্রাম :
গত বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ট্রাক ও অটোরিকশা  সংঘর্ষে শিশু সহ ৪জন ঘটনার স্হলে নিহত হয়।
নিহতরা হলেন-  জঙ্গলখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নাইখাইন গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রুমি আক্তার, একই এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার ও তার ছেলে ফাহিম এবং বোয়ালখালী উপজেলার আহল্লা ইউনিয়নের শেখ পাড়া গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। পটিয়া হাক্কানী গ্রুপের সামের এ- দূর্ঘটনা ঘটে।
এলাকার প্রত্যেক্ষদর্শিরা জানান, পটিয়া থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বোয়ালখালী থেকে যাওয়ার পথে একটি অটোরিকশার সংঘর্ষ হয়।
এদিকে স্হানীয়রা উদ্ধার করে  দুজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আর   আনোয়ার হোসেন  নামের একজন  বোয়ালখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার সময় সে গাড়ীর ভীতর মারা যায়। আরেক জনের অবস্থা   আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর কররেন।
পটিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, সি,এন,জিতে ৫জন যাত্রী ছিলো ৪ জন মারা গেছে, একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় একজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  গাড়ি দুটি আটক করা হয়েছে । মামলার প্রস্তুতি  চলছে। ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে। আমরা তাকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *