আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার বাথরুম থেকে অজ্ঞাত (২৫) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শনিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার আলমগীর হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে হা-মীম গ্রুপের একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। সেটি আকলিমা বেগম নামের এক নারী সুইং অপারেটর আইডি কার্ড বলে জানা যায়। তবে আইডি কার্ডটি নিহেতর কিনা তা এখোনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে ওই বাড়ির ছাদে গিয়ে কয়েকজন দুর্গন্ধ পায় । এ সময় তারা লক্ষ্য করেন যে, দুর্গন্ধ ওই কক্ষ থেকে ভেসে আসছে। পরে বাড়ির মালিক ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে। পরে কক্ষে ভিতরে প্রবেশ করে দেখা যায়, বাথরুমে এক নারীর অর্ধগলিত মরদেহ পড়ে আছে।

এ সময় মরদেহ থেকে বিদঘুটে দুর্গন্ধ বের হচ্ছিল। তাই ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাকে হত্যার পর হত্যাকারী মরদেহটি সেখানে ফেলে রেখে পালিয়ে গেছে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

নিহতের পরিচয় সনাক্তসহ হত্যার রহস্য উদ্ঘাটন এবং মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে, রবিবার (১৪ জুলাই) সকাল ৯ টার দিকে আশুলিয়ার মধ্যগাজিরচট এলাকা থেকে মোহাম্মদ মেহেদী (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মেহেদী (১৮) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার পিঙ্গুয়ারী গ্রামের মোঃ আনিসের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সে গতরাতের কোনো এক সময় ঘরের ফ্যানের সাথে লুঙ্গি ও গামছা পেচিয়ে আত্মহত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *