আদালতের নির্দেশ অমান্য করে থামছে না দূর্বৃত্তদের অত্যাচার

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

গাজীপুর কালিয়াকৈর পূর্ব মৌচাক এলাকায় হাইকোর্টের রীট পিটিশন আদালতের নির্দেশ অমান্য করে বাড়ির নব নির্মিত দেয়াল ভাংচুরসহ বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলা, জবরদখল সন্ত্রাসীদের সশস্ত্র  মহড়া ও হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। স্হানীয় প্রভাবশালী নেতাদের আশ্রয় প্রশ্রয়ে দল বদ্ধ হয়ে সন্ত্রাসী  কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে অশ্রদ্ধা দেখিয়ে তারা বেপরোয়া গতিতে সন্ত্রাসী স্টাইলে কর্মকান্ড চালাচ্ছে। জানা যায়  আদালতের নির্দেশ অমান্য করে ভূমি জবরদখল এর নেতৃত্ব দিচ্ছেন, কালিয়াকৈর উপজেলার যুবলীগের সভাপতি মোঃ হিরু মিয়া ও তার সহযোগী জসিম, কাউছার, মোজাম্মেল অনুসারীরা ভাংচুর, গাছপালা কেটে ফেলাসহ লাখ লাখ টাকার ক্ষতিসাধন করছে। তথ্য সূত্রে জানা যায় স্হানীয় কালিয়াকৈর উপজেলার যুবলীগের সভাপতি মোঃ হিরো মিয়ার  সহযোগিতায় ডাঃ নাজিম উদ্দীন সরকার এর নেতৃত্বে ঐ এলাকার শাহাআলম, খলিল মন্ডল, কাদের ও ওবায়দুল কে নানা ভাবে হুমকি দিয়ে তাদের বসত বাড়ি দখল করে যাচ্ছে।  ভুক্তভোগীদের পৈত্রিক সম্পত্তি বাড়িঘর সহ ভূমিদস্যু ডাঃ নাজিম উদ্দিন ও তার অনুসারীরা ভুয়া কাগজে জাল দলিল তৈরি করে গাজীপুর জেলার কালিয়াকৈর মৌজা কৌচাকুরিস্হিতি সি, এস খতিয়ান নং ২৮৭ এস, এ খতিয়ান নং -৬৮০ আর, এস খতিয়ান নং – ১০১৯ সি, এস ও এস, এ দাগ নং ১১১৯ এবং আর এস দাগ নং -২০৫২ সি, এস পর্চা অনুযায়ী ১১.৫ শতাংশ সহ ৮৯৬ এর কাতে ১৯০ শতাংশ ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে। ভুক্তভোগী শাহ আলম বলেন, একটি ভুয়াদলিল মূলে জমির মালিকানা দাবি করে প্রকৃত মালিকদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে, কয়েক বছর আগে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতেও  বিক্ষোভ মিছিল করেছিলাম ও জাতীয় প্রেস ক্লাবেও সাংবাদিক  সম্মেলন করছি তাতেও কোন লাভ হচ্ছে না।  কয়েকদিন পর পর  হামলা হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে, হুমকি ধামকির ভয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি, আমাদেরকে ভূমিদস্যুদের কবল থেকে  বাঁচানোর জন্য মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *