আমতলীতে চাঁদা না দেওয়ায় সিএনজি চালককে মারধর

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলী চৌরাস্তায় চাঁদা না দেওয়ায় আজিজুল (৪৫)নামের এক সিএনজি ড্রাইভারকে মারধোর করেছেন। উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃতঃ ছফের হাওলাদারের ছেলে মো. নিজাম হাওলাদার ।
আজিজুল জানান, সোমবার সকাল ১০ টার পরে যাত্রীর জন্য আমতলী চৌরাস্তা সলগ্ন রাস্তার পাশে সিএনজি নিয়ে দাড়িয়ে থাকেন । এসময় নিজাম হাওলাদার ও তার সাথে থাকা দু জন লোক ডাক দিয়ে কাছে নিয়ে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা চায় । টাকা না দিলে এই সড়কে সিএনজি চালাতে নিষেধ করেন। এসময় আজিজুলের সাথে কথাকাটকাটির এক পর্যায়ে নিজাম হাওলাদার ও তার সাথে থাকা দুজন লোক সিএনজি চালক আজিজুলকে মারধোর করেন। আজিজুলের পিঠে বুকে হাতে মাথায় কিলঘুষি মেরে আহত করেন।
ঘটনা স্থলে উপস্থিত লোকজন আজিজুলকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আাজিজুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে আজিজুল(৪৫)কে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
এ বিষয় অভিযুক্ত মো. নিজাম হাওলাদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোওয়াত হোসেন তপু বলেন, এবিষয় কোন অভিযোগ পাই নাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *