
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী, চট্টগ্রাম :
নিয়ম অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সাত দিন পর এ উৎসব পালিত হয়।
পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির থেকে
বিকাল সোয়া ৪.৫০ টার দিকে মঙ্গলশোভাযাত্রা করে উল্টো পথে যাত্রা শুরু করে জগদানন্দ মিশনে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য সাজে রথটি বিশাল রথে জগন্নাথদেব, সুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ উল্টো রথের শোভাযাত্রাটি ছিলো দেখার মত।
দত্তপাড়া শতশত ভক্ত নর-নারীর মুখে জয় বলরাম, উলধ্বনি,শঙ্খের শব্দে হরিনাম মুখরিত করে রাখে।
এ উল্টো রথযাত্রায় লোকনাথ মন্দির পরিচালনা পরষদের সাধারণ সম্পাদক অনিল দে জানান,আজ জগন্নাথ দেবে বিদায় ক্ষনে মনে খুবই খারাপ লাগছে।
এতদিন বারার সেবাই নিয়োজিত ছিলাম। মন্দির পরিচালনা পরষদ, সুহৃদ ক্লাব, সবাই এক সাথে আনন্দ করেছিলাম।বাবা সবার মঙ্গল করুক এটায় প্রার্থনা করছি।
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। এর আটদিন পর উল্টো রথযাত্রা হয়।
আর মঙ্গলবার একাদশী তিথিতে হচ্ছে প্রত্যাবর্তন। অর্থাৎ, রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, আট দিন পরে আবার সেখানেই ফিরিয়ে আনা হয়। একে বলে ‘উল্টো রথ’।