
মোঃ কামাল হোসেন:
মাদারীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মাদারীপুরের পৌরসভা ০৪ নং ওয়ার্ডের সৈদারবালি এলাকার ঋষি বাড়ি সংলগ্ন প্রিন্স খানের পুকুর থেকে আজ মঙ্গলবার বেলা ১১ টায় সৈকত মাতুব্বর (১৮) নামে এক যুবককে মৃত্যু দেহ উদ্ধার করা হয়।সৈকত মাতুব্বর স্হানীয় রব মাতুব্বরের ৩য় পুত্র। তারা দীর্ঘদিন ধরে সৈদারবালি এলাকার শিলবাড়ি সংলগ্ন ভাড়া থাকেন। ঘটনা স্থলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এসময় মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন,আমরা সৈদারবালি পৌরসভার ০৪ নং ওয়ার্ড এর একটি পুকুর থেকে একটি লাশ উদ্ধার করি, লাশের গায়ে কোন আঘাত এর চিন্হ পাওয়া যায়নি, ইতিমধ্যে লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি তদন্ত করে বাকিটা বলতে পারবো।