সোনারগাঁওয়ে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোটার :

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে ‘সোনারগাঁও ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন সোনারগাঁওয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সোনারগাঁও সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেখানে অবস্থান নিয়ে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

‘মেধা না কোটা, মেধা, মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, আমার ভাইয়ের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা ব্যবস্থার অবসান, ছাত্র সমাজের জয়গান’, ‘নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর’ এমন নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন শিক্ষার্থীরা। এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ঘন্টা খানেক বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সোনারগাঁও থানা পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে দাঁড়াতে অনুরোধ করলে তারা তা প্রত্যাখ্যান করে। পরে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের বাহিনী ধাওয়া দিলে সাধারণ ছাত্রদের মহাসড়ক অবরোধ কর্মসূচি ভেস্তে যায়।

শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ বাহিনীর ধাওয়ার তীব্র নিন্দা জানাই। সব মিলিয়ে ৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। কোটা বাতিল নয়, কোটা সংস্কার চান। সব মিলিয়ে ৩ থেকে সর্বোচ্চ ৫ ভাগ কোটা রাখা হোক। দাবি না মানা পর্যন্ত সোনারগাঁওয়ে ছাত্রসমাজ কে সাথে নিয়ে “সোনারগাঁও ব্লকেড” নামে কেন্দ্রীয় কর্মসূচির সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

সোনারগাঁও থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মহসিন মিয়া বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সাধারণ যাত্রীদের ভোগান্তির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সংক্ষিপ্ত করে মিছিল শেষ করে তারা চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *