গাজীপুর মহানগরের নলজানী এলাকায় চলছে রাতের পাহাড়া”

স্টাফ রিপোর্টার :

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের একদফা দাবীকে প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের ফলে নতুন করে অর্জিত স্বাধীনতাকে ধুলিষ্যাৎ করার হীন উদ্দেশ্যে গত ০৫ই জুলাই থেকে চলছে সারাদেশে অসম্ভব প্রকারের দুবৃত্তায়ন মূলক নানা অপরাধ কার্যক্রম। আইনশৃঙ্খলায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ এর কর্মবিরতির কারনে দেশের জনসাধারন এক ধরনের নিরাপত্তাহীন হয়ে পড়েছে। লুটপাট, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, হত্যা, জেল ভেঙ্গে কারাবন্দী পলায়নসহ নানা প্রকারের অপরাধমূলক অঘটন বর্তমানে দিবারাত্রী অহরহই ঘটে চলছে। এরুপ অবস্থায় জনসাধারনকে নিরাপত্তা দেবার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।
এরই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরের নলজানী ওয়্যারলেস রোড এলাকায়(গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও মহানগর গোয়েন্দা কার্যালয় সংশ্লিষ্ট) এডভোকেট মো. আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে এলাকার বেশকিছু স্বেচ্ছাসেবীগনের সহায়তায় এলাকাবাসির জান মাল রক্ষার লক্ষ্যে গত ০৫ই আগস্ট থেকে নিয়মিতভাবে “রাতের পাহাড়া” কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উক্ত রাতের পাহাড়া কার্যক্রমে এলাকার মুরুব্বী হাজী মো. আব্দুল হাকীম সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন। এছাড়া মো. আফসার উদ্দিন (সাধু), মো. জামাল উদ্দিন, মো. কামরুজ্জামান, মো. বিল্লাল হোসেন, মো. বকুল হোসেন, মো.শাহজাহান, এলাকার বিভিন্ন পর্যায়ের দোকানদারগনসহ প্রায় ৩০-৪০জনের একটি স্বেচ্ছাসেবীগ্রুপ উক্ত পাহাড়া কার্যক্রমে নিয়মিতভাবে অংশগ্রহন করে আসছেন। উক্ত কার্যক্রমের সার্বিক সমন্বয়ক জনাব হাজী মো. আব্দুল হাকীম সাহেব ও জনাব এডভোকেট মো. আবদুল্লাহ আল মামুনের মতামত জানতে চাওয়া হলে তারা জানান যে, দেশের বিরাজমান পরিস্থিতিতে তাহাদের এলাকাবাসী ও দোকান পাটের ব্যবসায়ীগনের জান মালের রক্ষার জন্য যাহাতে তাহাদের এলাকায় দু্র্বিত্তায়ন তথা ছিনতাই, রাহাজানি বা ডাকাতির মত ঘটনা যাহাতে সংঘটিত হতে না পারে সে উদ্দেশ্যে তারা এরুপ রাতের পাহাড়ার ব্যবস্থা করছেন। তাহারা আরও জানান যে, চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরুপ রাতের পাহাড়া কার্যক্রম অব্যাহত রাখতে চেষ্টা করবেন। সকল এলাকায় এরুপ রাতের পাহাড়া কার্যক্রম গ্রহন করা অতীব জরুরী বলেও তারা অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *