বোয়ালখালীতে আইন শৃঙ্খলা ঠিক রাখতে সবার সহযোগীতা প্রয়োজন – মেজর শওকত 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী, চট্টগ্রাম :
আজ দেশের সৃষ্ট পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা খুবই  প্রয়োজন।
শনিবার (১০ আগস্ট) সকালে বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে  সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে  সেনাবাহিনীর ২৪-পদাতিক ডিভিশন মেজর শওকত একথা বলেন।
এসময় তিনি  সবাইকে একযোগে কাজ করে সুশৃঙ্খল ও সুন্দর দেশ বিনির্মাণ করার আহবান জানান।
মেজর শওকত বলেন, এ এলাকা আপনাদের, এলাকার শান্তি- শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ আপনাদেরই দায়িত্ব। বিভিন্ন মঠ মন্দিরে  হামলাসহ বাড়িঘরে অগ্নিসংযোগ করছে, যারা এ ঘটনার সাথে সম্পৃক্ত তাদের কঠোর হস্তে দমন করা হবে।
আমরা এসেছি আপনাদের সেবা করতে, আজকের মতো সবসময় আপনাদের সহযোগিতা পাবো বলে  আমার বিশ্বাস।
উপজেলা প্রশাসন, থানা প্রশাসন শিক্ষক, সাংবাদিক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার হজুর , পুরোহিতসহ মানুষের সহযোগিতায় সুন্দর দেশ বিনির্মাণ করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, বাংলা টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান  লোকমান চৌধুরী,সিনিয়র সভাপতি এ্যাডভোকেট সেলিম চৌধুরী, সাংবাদিক মোজাহের ইসলাম, মোজাচ্ছের,বোয়ালখালী সংবাদের সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, প্রভাস চক্রবর্তী,মো: জাহেদুল ইসলাম, এম এ মন্নান, রাজু দে, পুজন সেন, আলমগীর চৌধুরী, দেবাশীষ বড়ুয়া রাজু,  বাবর মুনাফ, আবু নাঈম,শাহলম বাবলু।
এর আগে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মহসীন উদ্দিন, বোয়ালখালী নুরুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ এন এম ফখরুদ্দিন, মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, চরণদ্ধীপ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা, বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক বাপন ভঞ্জ, বিশ্বজিৎ বড়ুয়া,কামরুল হাসান, জামানুল ইসলাম, মো. ইলিয়াছ, শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়ালি নুরুন্নবী চৌধুরী, পুরোহিত পন্ডিত তাপস চক্রবর্ত্তী পেশাজীবি প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *