
মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী:
ফরিদগঞ্জ উপজেলার ৮ নং দক্ষিণ পাইকপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইছাপুর গ্রামে মোহাম্মদ আবুল বাশার এর নিজ বাড়ির উপরে থাকা পৈত্রিক সম্পত্তি ও কিছু কিনা জমি রয়েছে এবং ওই জমিতে আবুল বাশার নিজে বেশ কিছু সুপারি। গাছ নারকেল গাছের চারা রোপন করে আসছেন। জানা যায় গত ১৫ই আগস্ট আবুল বাশারের জমিতে থাকা গাছের চারা গুলি উত্তোলন করে ফেলে দিয়েছে তার এই ভাই মৃত্যু মোস্তফা বাবুল এর ছেলে মোহাম্মদ জসিম তিনি- কিছু দুষ্কৃতকারী লোকজন নিয়ে সন্ত্রাসী কায়দায় গাছের চারাগুলো ফেলে দেয় ফেলে দিয়ে তিনি নতুন করে দখল করে নেয় এবং কলা গাছ ও বিভিন্ন গাছ রোপন করেন। আবুল বাশারের আত্মীয়-স্বজনরা তাকে ডাক দিলে কাউর কথা শুনছেন না তিনি জসিম। তবে জানা যায় পাইকপাড়া ইউনিয়নের ইছাপুররা মৌজার খতিয়ান নং ৭০ জে এল নং ৯৫ জমির পরিমাণ ৬৫ শতাংশ, জং মৃত্যু রুস্তম আলী তার ৫ ছেলে এক মেয়ে রয়েছে। প্রথম ছেলে আবুল কালাম ৬০, পিতা রুস্তম আলী, দ্বিতীয় ছেলে আবুল বাশার ৬২ তৃতীয় ছেলে মৃত্যু মোস্তফা বাবুল ৬৫, চতুর্থ ছেলে মনির হোসেন ৫০, পঞ্চম ছেলে আবুল কাশেম ৪৮ মৃত্যু বোন সাজুদা বেগম,। পাঁচ ভাই এক জোরপূর্বক জায়গা দখল বোন বার পৈত্রিক সম্পত্তি বাক বণ্টন করা হয় গত ১৯৯৬ সালে। এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা। মরহুম রুস্তম আলীর ছেলেরা। একএক জনে বণ্টনে ভাগে পায় ১০ শতাংশ করে বাবার পৈত্রিক সম্পত্তি। সবার সম্পত্তি ভাগ করে নেওয়ার পর। মোহাম্মদ আবুল বাশার তার ভাই আবুল কালাম এর কাছ থেকে আরও এক শতাংশ জমি কিনে নেয়। ভাই মরহুম মোস্তফা বাবুল মৃত্যুর পর তার স্ত্রী সালেয়া বেগম তিন শতাংশ জমি তার বাসুর আবুল বাশারের কাছে বিক্রি এবং বায়না দলিল করেন এবং তার কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। কিন্তু বায়না দলিল করে স্ত্রী সালেহা বেগম অন্যত্রে বিয়ে করে চলে যায়। এদিকে মরহুম মোস্তফা কামাল এর ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন ৩২ তার জেঠা মোঃ আবুল বাশার বাড়িতে থাকেন না। না থাকার কারণে তাহার বাড়ির উপরে ভরাট করা প্রায় ৮ শতাংশ জমি উপর বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন আবুল বাশার ও তার ছেলেরা কিন্তু কয়েকদিন আগে ওই গাছের চারা উত্তোলন করে ফেলে দেন ভাইয়ের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন তিনি জোর করে দখল করে। নিজে অন্য চারা রোপন করেন, এলাকার আত্মীয়-স্বজন সহ অনেকে বাধা দিলে কাওর কথা শুনছেন না জসিম উদ্দিন তার সাথে কিছু সঙ্গ বঙ্গ নিয়ে পূর্বে লাগানো গাছের চারা নতুন করে গাছের চারা রোপন করে রোপন করে জসিম উদ্দিন, এ ব্যাপারে আবুল কালামের মেয়ে রাবেয়া বেগম জানান এই জমির মালিক আমার চাচা আবুল বাশার তিনি বাড়িতে থাকেন না না থাকার কারণে আমার আরেক চাচার ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন জোর করে গাছের চারা উঠিয়ে পালিয়ে দেয় এবং নিজে জমি দখল করে নেন সেখানে আবার নতুন করে গাছ লাগায় তাকে ডাক দিলে ও কেউর কথা শুনছেন না। আমার দাদা রুস্তম আলী পরিবারের সবার জায়গা ভাগ করে নেওয়া হয়েছে। কিন্তু এই জায়গায় তার কোন জায়গা নেই। জোরপূর্বক ভাবেই দখল করছে। এদিকে রুস্তম আলীর মেয়ে সাজেদা বেগম জানান আমার ভাই আবুল বাশার বাড়িতে না থাকার কারণে জমি দখল করেছেন আমার আরেক ভাই মরহুম মোস্তফা কামাল এর ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন তিনি জোর করে জমি দখল করেন এবং পূর্বের গাছের চারা উঠিয়ে নতুন করে তিনি গাছ রোপন করেন অন্যায় ভাবে। এদিকে এলাকার অনেকে জানিয়েছেন সবার জায়গা ভাগ বন্টন হওয়ার পরও তারা একে অপরের জমি দখল করছে অন্যায় ভাবে। এটা প্রশাসনিকভাবে তাদের বিচার হওয়া দরকার বলে মনে করেন অনেকে। এদিকে আবুল বাশার এলাকার ময়মুরুব্বী গান ও পুলিশ প্রশাসন এর সহযোগিতা কামনা করছি।