প্রবাস চক্রবর্তী :
আজ মহান সাধক শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব দিবস।
বোয়ালখালী পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দিরে এ দিনটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে প্রতিদিনের মত বাল্যভোগ, সকাল ৮টায় মন্দিরে গীতা পাঠ, কীর্ত্তন,মাঙ্গলিক পূজার আয়োজন করা হয়। মন্দিরের পরিচালনা পরষদের সাধারণ সম্পাদক অনিল দে বলেন,আমাদের পূর্ব গোমদন্ডী এক সম্প্রীতিসমৃদ্ধ । এখানে সব সময় ভ্রাতৃত্ব বন্ধন বিরাজ করে। উৎসব উদযাপন পরিষদের সভাপতি তাপস চক্রবর্ত্তী মিঠু,বলেন, এবারে আমরা মহাপ্রসাদ বাদ দিয়ে, অন্ন প্রসাদের ব্যবস্হা করেছি।
সাধারণ সম্পাদক সুমন কর এ প্রতিবেদনকে বলেন, এ উৎসব উপলক্ষে,বাবার মাঙ্গলিক কাজে, যাতে কোন কিছু অসুবিধে না হয় তার জন্য আমরা সবাই একতাবদ্ধ থেকে মন্দিরে ছিলাম।
আমরা গতরাত থেকে রান্নাবান্নার কাজসহ বিভিন্ন কিছুতে পর্যবেক্ষনে ছিলাম।