প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নোয়াখালি চৌমুহনী সার্ভিস সেন্টার কর্তৃক আয়োজিত উন্নয়ন সভা

আবদুল হান্নান রিপন

 

নোয়াখালী চৌমুহনী সার্ভিস সেন্টার কর্তৃক আয়োজিত উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের নিয়ে গত ০৯তারিখ সোমবার দুই ঘটিকার সময় বীমা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন,জনাব ফারুক মাহমুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বিশেষ
অতিথি ছিলেন, জনাব এম.এ.কাদের সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও
প্রজেক্ট ইনর্চাজ আই পি.এল শাপলা সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন জেনারেল
ম্যানেজার। আমন্ত্রিত মেহমান, জনাব জাকির হোসেন, জি,এম।জনাব, আবদুল হান্নান
ডি.জি,এম।জনাব, জামাল হোসেন ডিজিএম।জনাব, আনোয়ার হোসেন ডিজিএম।জনাব,
রোকসানা আক্তার এজিএম। জনাব, আলি হোসেন এজিএম। জনাব, নজরুল ইসলাম
এজিএম। জনাবা, আয়শা আক্তার তিন্নি নতুন কর্মী।

জনাবা,রহিমা আক্তার ইউএম।
সার্বিক তত্বাবধায়নে ছিলেন, জনাব দ্বীন মোহাম্মদ ডিজিএম, আপ্যায়ন ও
সহযোগিতায় ছিলেন, নুর মোহাম্মদ আই টি। প্রধান অতিথি উপস্থিত সকলের খোজ
খবর নেন এবং বলেন কুমিল্লা, ফেনী, নোয়াখালি, লক্ষিপুর, চাঁদপুর বন্যা কবলিত
হওয়ায় অনেক মানুষ মারা গিয়েছেন এবং যারা বেঁচে আছেন অনেকে ক্ষয়ক্ষতিস্বীকার
হয়েছেন ফেনী নোয়াখালী চাঁদপুর সরকারী ও বেসরকারী ভাবে বন্যার সময় যারা ত্রান
বিতরন করেন তারা একটা জিনিস উপলব্দি করেছেন যে ত্রান বিতরন কালে যাহারা
একবার পেয়েছেন তাদের কাছে আবারও ত্রান নিয়ে গেলে বলে,আমি একবার পেয়েছি যে
পায়নাই তাকে দেন।

কুমিল্লা,ফেনী, নোয়াখালী, লক্ষিপুরের মানুষ একে অন্যের প্রতি যে
ভালোবাসা দেখালেন তা বাংলাদেশের মানুষ দেখেছেন এবং এ অঞ্চলের প্রতি পজেটিভ
ধারনা হয়েছে। পরে কর্মী কর্মকর্তার সাথে ব্যবসায়িক ও শিক্ষনীয় আলোচনা করেন।
প্রধান অতিথির আগমন উপলক্ষে ব্যবসা বৃদ্ধি ও উন্নায়ন কর্মী কর্মকর্তাদের
জন্য পুরুস্কার ঘোষনা করেন। পরিশেষে সকলের সফলতা কামনা করে বলেন প্রগতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *