
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার এক নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর বিরুদ্ধে স্কুল ও মাদ্রাসায় নিজের পূর্ব নির্ধারিত প্রার্থীকে নিয়োগ দেওয়ার বিনিময়ে কোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এছাড়াও তিনি যখন ক্ষমতায় ছিলেন সে সময় নিজের দলীয় কার্যালয় প্রতিটি বিচার প্রতি ৩০০০ টাকা করে ফ্রি নেওয়ার অভিযোগ উঠেছে। নিজ দলীয় লোকজনকে স্থানীয় সংসদ সদস্য সাবেক জগলুল হায়দার ও এস এম আতাউল হক দোলনের সহযোগিতায় সরকারি চাকরি দেওয়ার কথা বলে হাতে এনে লক্ষ লক্ষ টাকা এবং দোকানও জমির দখলসহ নানা অনৈতিক কাজে যুক্ত রয়েছেন বলে সূত্রে জানা গেছে। সাতক্ষীরা বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগকে লাঠিসুটাও দাঁড়ানো অস্ত্র দিয়ে প্রতিহত করার জন্য সাতক্ষীরা শহরে পাঠিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন ভুক্তভোগী জানিয়েছেন কবিরুজ্জামান মন্টু ক্ষমতায় থাকাকালীন তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললে মামলা দিয়ে হয়রানি করা হতো বলে অভিযোগ করেছেন তিনি। এবং তিনি আরো বলেন কবিরুজ্জামান মন্টুর কালো অপশক্তির কারণে তার ছত্রছায়ায় যেতে পারেনি ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনার আইন প্রশাসন।
