
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী, চট্টগ্রাম:
আমি চিরতরে দুরে চলে যাব, তবু আমারে দেবনা ভূলিতে ,আজ সমব কান্তি দের অন্তেষ্ষ্ঠিক্রিয়া,তিনি চিলেন, অত্যন্ত ভদ্র,নম্র সদআলাপি, এবং পরিশ্রমি মানুষ। তিনি ছিলেন পূর্ব গোমদন্ডী দত্তপাড়া, প্রয়াত রস হরি দের প্রথম পুত্র।
সমর দে দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে গত ৫ই সেপ্টেম্বর সকাল ৯.২৫ মিনিটে পরলোকগমন করেন। শোকের বেনার,বেষ্টনী ভরেগেছে শোকতপ্ত পরিবারের বাড়ীর আঙ্গিনা, তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন,
পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির পরিচালনা পরষদ,
সুহৃদ ক্লাবের পরিচালনা পরষদ
লোকনাথ মন্দির উৎসব কমিটি পরষদ, ২০২৪,
বা:গীতা শিক্ষা কমিটি(বাগীশিক)বোয়ালখালী শাখা,
বা:পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখা, চট্টগ্রাম (দক্ষিণ).
ত্রীলোকেশ মহাশ্মশান পরিচালনা পরষদ,পূর্ব গোমদন্ডী ৪নং ওর্য়াড,পৌরসভা বোয়ালখালী।
কম্পিউটার জোন এন্ড প্রিন্টিং প্রেস,
পরিবারবর্গের নাতি,নাতনি সহ বিভিন্ন অন্যান্য সংগঠন শোকপ্রকাশ করেন।
মৃত্যুকালে স্ত্রী, তিন,পুত্র এক মেয়ে নাতি নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।
বড়ছেলে লোকনাথ মন্দির পরিচালনা পরষদের সাধারণ সম্পাদক, অনিলদে, জানান সবাই আমার বাবাকে বেশি ভালোবাসতো, এবং আমার পরিবারের মাথার ছাতা ছিলো।
তাই আজ এত মানুষের সমাগম ঘটেছে।
দ্বিতীয় পুত্র সুহৃদ ক্লাবের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দে জানান আমার বাবা একজন ন্যায় ও কর্তব্যপরায়ন ব্যাক্তি ছিলেন। জীবনে কারোসাথে বাবার কোন রকম বিরোধ ছিলনা। সব সময় মুখে হাঁসি থাককো।
তৃতীয় পুত্র প্রবাসী সুজনদে বলেন, আমি এভাবে বাবাকে হারাবো ভাবতে পারিনি।
তাঁর অন্তেষ্ঠিক্রিয়া নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। পন্ডিত তাপস চক্রবর্ত্তী,(মিঠু)ক্রিয়ার কার্যক্রম পরিচালনা করেন।
তাঁদের পারিবারিক পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন মানিক চক্রবর্ত্তী।
দুপুরে মধ্যান্নভোজনে উপস্থিত ছিলেন এলাকাসহ বিভিন্ন জায়গায় থেকে আগত নেতৃ ও অতিথিবৃন্দগন।