সাতখীরার কৃষনগর বাজারে সরকারি রাস্তার জায়গায় দোকান বানিয়েছে কে এম; রওশন,, উপযুক ব্যবস্থা গ্রহনের দাবী ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার ঃআওয়ামিলীগের সময়ে সাতখীরার কালিগনজের কৃষনগর বাজারের কাচামাল পট্রি টু মেীতলা মোড়ে বর্তমান ফজরের ভাজার দোকান সরকারি রাস্তার জায়গা হলেও প্রশাসন ও ভুমি ভুমি অফিসকে হাত করে দখল করে ভুমিদস্যু কে এম রওশান |

 

প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি ততকালিন প্রশাসন ।ততকালীন প্রমানসহ প্রশাসনের কাছে অভিযোগ করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি প্রশাসন।

এখনও দখলে রেখেছে দোকান , নিচ্ছেন নিয়মিত ভাড়া ।বর্তমান অন্তরবর্তী কালীন সরকারের প্রশাসনের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর ।

বিস্তারিত আসছে আগামী সংখ্যায় চোখ রাখুন………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *