স্বাধীন সংবাদ ডেস্ক :
রাজধানী ঢাকার শহরে চাঁদাবাজরা একসময় আওয়ামী লীগের পরিচয় দিয়ে ঢাকার যাত্রাবাড়ী কদমতলী ও শ্যামপুর থানা এলাকায় করেছেন চাঁদাবাজি। চরম অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন বিএনপি নেতা কর্মীদের। ৬০ নং ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ঢাকা দশমিনা সমিতির নাম দিয়ে চালিয়েছেন চাঁদাবাজি। নামমাত্র এই সংগঠনের সভাপতি ও তিনি।
হাসিনা সরকার ক্ষমতা থাকাকালে এই চাঁদাবাজ নাসির বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তালিকা কদমতলী যাত্রাবাড়ী ও শ্যামপুর থানার পুলিশের কাছে পৌঁছে দিত। পুলিশের সাথে সঙ্গবদ্ধ হয়ে করে করেছেন দর পাকর বাণিজ্য।
কদমতলী থানা জনতা বাঘ জোড় খাম্বা যে পি টাওয়ারের পিছনে রিক্সার গ্রেস নাসিরের গ্যারেজের সাথেই বিশাল ফার্নিচারের কারখানা।
প্রায় সময়ই এই ফার্নিচারের কারখানায় পুলিশ ডেকে এনে বিএনপি নেতা কর্মীদের ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে আদায় করতেন টাকা নিতেন। বর্তমানে এই চাঁদাবাজ নাসির বিএনপি নেতা পরিচয় আবারও চাঁদাবাজি শুরু করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। এতে আতঙ্কিত এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছু একাধিক বিএনপি কর্মী বলেন এই নাসির আমাদের কাছ থেকে পুলিশের কথা বলে লাখ লাখ টাকা নিয়েছেন তাকে কোনভাবেই বিএনপিতে নেয়া যাবে না।দ্রুত তাকে আইনের হাতে পুরো দেওয়ার জন্য দাবি এলাকাবাসীর ।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ