প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ১১:৩৯ এ.এম
বোয়ালখালীতে অস্ত্রের মুখে দাঁড়োয়ানকে জিম্মি করে – দুগ্ধেরগাভী ডাকাতি

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী, চট্টগ্রাম :
বোয়ালখালীতে অস্ত্রের মুখে দাঁড়োয়ানকে জিম্মি করে খামরের দুগ্ধের গাভী নিয়েগেছে ডাকাতরা।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড হাজী আবুল বশরের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
খামারের মালিক আবু নাঈম মুহাম্মদ ইছা বলেন, গতরাত তিনটার সময় একটি মাইক্রো বাসসহ কয়েকটি পিকআপ গাড়ি নিয়ে ২০-২৫ জনের একটি ডাকাতের দল এসেছিল বাড়িতে। এসে খামারে থাকা লোকজনকে আটক করে বেঁধে রেখে এবং মারধর করে।
এরপর খামার ভেঙে একটি ব্রাহমা জাতের ও একটি অষ্ট্রেলিয়ান জাতের দুগ্ধের গাভী গাড়িতে তুলে নেন। পরে খবর পেয়ে অন্য একটি খামার থেকে লোকজন আসলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এদের মধ্যে কয়েকজনকে আনসারের পোষাক পরিধানে দেখা যায়। তারা সবাই অস্ত্রধারী ছিলো। খামারে থাকা প্রায় ৭০ হাজার টাকাও নিয়ে যায় তারা। সব মিলে আমার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, কেউ যদি গরুর সন্ধান দিতে পারে তাহলে তাঁর নাম পরিচয় গোপন রাখা হবে এবং তাঁকে পুরুষ্কৃত করা হবে। এ বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ