অভিভাবক হীন পোস্তগোলা ফায়ার স্টেশন,দুঘটনা ঘটলে দায় কার

নাবিন :

 

ঢাকার অধীনে পোস্তগোলা ফায়ার স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যার আওতাধীন শত শত শিল্প প্রতিষ্ঠান, যেকোন মুহুর্তে দুঘটনা ঘটে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পোস্তগোলা ফায়ার স্টেশন ঘটিত হয়েছে। কিন্তু অতিব দুঃখের সহিত বলতে হয় গত ২৬/৯/২৪ তারিখ হইতে স্টেশনটির সিনিয়র স্টেশন অফিসারের পদটি খালি আছে, সাবেক সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহিন আলম বদলি জনিত কারনে তার নতুন কমস্থলে যোগদান করেন। পোস্তগোলা ফায়ার স্টেশনে যাকে দেওয়া হয়েছে তিনি এখনও যোগদান করেননি। পোস্তগোলা ফায়ার স্টেশনের আওতাধীন ০৪টি থানার অপারেশনাল কাজে নেতৃত্ব কে দিবে এটা এখন সাধরন জনগনের প্রশ্ন।এ বিষয়ে অএ জোনের ডিএডি জনাব ফয়সালুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান অফিসার দিয়েছে ওনি যে কোন মুহূর্তে যোগদান করবে বিষয়টি আমি দেখতেছি এভাবে একটি গুরুত্বপূর্ণ স্টেশন চলতে পারেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *