যুবলীগের দুই নেতা কুমিল্লায় অস্ত্রসহ গ্রেফতার

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দুই সহোদর ও যুবলীগ নেতা গ্রেফতার হয়েছেন।

গ্রেফতাররা হলেন- বড়কান্দা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত হাজী আবদুস সামাদ মিয়ার ছেলে ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম এবং মেঘনা উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর।

শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে তাদের উপজেলার রামপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র, মদ ও জুয়া এবং মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতাররা এলাকায় আধিপত্য বিস্তারসহ জুয়ার আসর বসাতেন এবং মাদক বিক্রি করতেন।

ওসি আব্দুল জলিল বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা করেছে। শুক্রবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *