রাশিয়া-পশ্চিমারা পারমাণবিক উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

পারমাণবিক অস্ত্রধারী পাঁচটি দেশের একটি দল আগামী দুই সপ্তাহের মধ্যে নিউইয়র্কে এক শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাশিয়াসহ এই বৈঠকে অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য। যে দেশগুলোর সবাই পারমাণবিক শক্তিধর এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।

রিয়াবকভ অবশ্য বৈঠকের নির্দিষ্ট তারিখ বা বৈঠকে কোন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন, তা উল্লেখ করেননি।

তবে এই বৈঠকটি নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে পারমাণবিক উত্তেজনা অনেকটাই বেড়ে গেছে।

কারণ, গত মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তন ঘোষণা করেন এবং বলেছিলেন যে, মস্কো তাদের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতির তালিকা প্রসারিত করছে।

এর আগে, ২০২২ সালের জানুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করার কয়েক সপ্তাহ আগে ‘পারমাণবিক ‍শক্তিধর’ পাঁচ দেশ এক যৌথ বিবৃতি দিয়েছিল। যেখানে তারা বলেছিল যে, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধ প্রতিরোধ করা এবং কৌশলগত ঝুঁকি কমানোই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তখন তারা আরও বলেছিল, ‘আমরা নিশ্চিত করছি যে, পারমাণবিক যুদ্ধ কখনও জেতা যাবে না। তাই এ নিয়ে কখনও লড়াই করা উচিত নয়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *