স্বাধীন সংবাদ ডেস্ক:
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির অদূরে ক্ষেত দেখতে যান রাজা মিয়া (৪৬) ও শাহাজাহান আলী (৪৫)। সন্ধ্যার আগে সেখানে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। পরে রাতে ওই জমি থেকে তাদের লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত দুজন সম্পর্কে বিয়াই।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজা মিয়ার ছেলে রায়হান কবির জানান, বাড়িতে বেড়াতে আসা বিয়াই শাহাজাহানকে নিয়ে আমার বাবা বৃহস্পতিবার বিকেলে করলার ক্ষেত দেখতে যান। সন্ধ্যার দিকে হঠাৎ বৃষ্টি নামলে ক্ষেতের কোনায় স্যালো মেশিনের গর্তে টিনের নিচে আশ্রয় নেন। পরে বিকট শব্দে বজ্রপাত হলে সেখানেই তারা মারা যান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য ব্যবস্থা নিয়েছে পরিবার।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ