ইনসানিয়াত বিপ্লব পদত্যাগ চায় অন্তর্বর্তী সরকারের

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

দেশে জঙ্গিবাদের প্রাদুর্ভাব ও জনজীবনে সংকটের দায়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি সংগঠন।

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটি।

বিক্ষোভ সমাবেশে লিখিত বক্তৃতায় দলটির চেয়ারম্যান ইমাম হায়াত বলেন, দেশে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদি, জঙ্গিবাদি, সাম্প্রদায়িক, সামাজিক রাজনৈতিক প্রাদুর্ভাব, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা, অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবনে ব্যাপক সংকটের দায়ে মানবতার রাজনীতি-ভিত্তিক নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লব অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছে।

তিনি বলেন, দয়াময় আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে সমান অধিকার দান করেছেন। এক গোষ্ঠীর রাষ্ট্র আল্লাহ ও তার রাসুলের দেওয়া সব মানুষের অধিকার উৎখাত করে রাষ্ট্রকে সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক স্বৈরতন্ত্র করে তুলে।

সমাবেশে আরও বক্তৃতা করেন, দলের মহাসচিব শেখ রায়হান রাহবার, আবু আরেফ সরতাজ, এমদাদুল হক সাইফ, সুফি আহমেদ শাহ, হাফেজ ইলিয়াস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *