উপদেষ্টা প্রদীপ চাকমা ও রিজভীর জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা প্রদীপ চাকমা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে জগন্নাথ হলের মণ্ডপ পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে প্রদীপ চাকমা বলেন, এটি এমন একটি দেশ- যেখানে সাম্য, ভ্রাতৃত্ব, মৈত্রী সবকিছুই আছে। আমাদেরকে সেটি ধরে রাখতে হবে। আমাদের ধর্মীয় বন্ধন টিকিয়ে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।

বিএনপি নেতা রিজভী বলেন, ইতিহাসে বিভিন্ন শাসনকাল আছে। হিন্দু আমল, বৌদ্ধ আমল, মুসলিম আমল; এমন বিভিন্ন আমল থাকতে পারে, কিন্তু উৎসবের কোনো শাসনকাল ছিলো না। উৎসব ছিল মহামিলন ও অপার আনন্দের জায়গা।

তিনি বলেন, এই জায়গাটাকে যেন আর কেউ বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, শুধু কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য ওরা জঙ্গি, সাম্প্রদায়িক, ওরা এই-ওরা সেই, সাম্প্রদায়িক ইত্যাদি বলে বলে সমাজের মধ্যে যে বিভেদ রেখা তৈরি করেছিল, সেই বিভেদ রেখা আর থাকবে না।

বিএনপি নেতা বলেন, এজন্যই দুর্গাপূজাকে আরও সুন্দর, আরও বেশি উন্মুক্ত করতে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলে রাত জেগে সবাই পাহারা দিচ্ছে, যাতে কোনো কুচক্রী মহল কোনোভাবেই তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *