মোহাম্মদপুরে র‍্যাব ও সেনাবাহিনীর পোশাক পরে ডাকাতি

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে র‍্যাব ও সেনাবাহিনীর পোশাক পড়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসা থেকে ৮৫ লাখ টাকা ও পঞ্চাশ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায় চক্রটি।

শনিবার ভোর সাড়ে তিনটায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় বেরীবাঁধ এলাকার হাজী ভিলায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৩টা থেকে সাড়ে তিনটার সময় ১৫-২০ জনের একটি দল ৪-৫টি হাইস ব্রান্ডের গাড়ি নিয়ে আসে। এদের মধ্যে অর্ধেকের বেশি লোক সেনাবাহিনীর পোশাক পড়া ছিল। বাকি চার থেকে পাঁচজন র‍্যাবের কটি পড়া এবং বাকি কয়েকজন সিভিলে ছিল।

বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক জানান, গতকাল রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর পোশাক পড়ে কয়েকজন এসে আমাকে বাসার গেট খুলতে বলে। আমি বাসার গেট খুলে দিলে দুইজন এসে আমার দুই হাত ধরে আমাকে বলে তোর কাছে অস্ত্র আছে। অস্ত্রগুলো বের কর। আমি তখন বললাম, আমার অস্ত্র থানায় জমা দিয়ে এসেছি। আমার কাছে কোন অস্ত্র নাই৷ তখন তারা আমাদের আটকে রেখে পুরো বাসা তল্লাশী করে। এ সময় বাসায় থাকা নগদ ৮৫ লাখ ৫০ হাজার টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কা নিয়ে চলে যায়।

বাড়ির দাঁড়োয়ান মমিন জানান, রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পড়ে কয়েকজন এসে আমাকে ঘুম থেক জাগিয়ে বাড়ির গেট খুলতে বলে। আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাকে যৌথ বাহিনীর অভিযানে বাড়ি তল্লাশি করবে বলে জানায়। আমি গেট খুলে দিলে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরীহিত কয়েকজন বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিকের তিন তলার বাসায় প্রবেশ করে। সেখানে গিয়ে বেশ কয়েকঘণ্টা তল্লাশী চালায়। ওই সময় বাড়িতে থাকা ৮৫ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমাকেও তারা গাড়িতে করে তুলে নিয়ে যেতে চায়।

বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে তিনটার দিকে বাড়ির মূল গেট দিয়ে প্রথমে সেনাবাহিনীর পোশাক পরিহীত ১১ জন লোক প্রবেশ করে। তাদের সঙ্গে র‍্যাবের কটি পরিহীত ৪ জন ও সিভিল পোশাকে ৫ জন লোক বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করার সময় সবাই মুখোশ পড়া অবস্থায় ছিল। তারা বাড়িতে প্রবেশ করে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। বাড়ির সিসিটিভি ছাড়াও আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৪টি হাইস ব্রান্ডের গাড়ি এসে বাড়ির পাশে এসে থামে। সেখান থেকে ৩-৪ জন লোক গাড়ি থেকে নেমে বাড়ির পাশে একটি বিরিয়ানি দোকানে অপেক্ষা করছিল। বাড়ি থেকে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পড়া লোকজন নামলে অপেক্ষমান থাকা লোকজন তারাও গাড়িতে উঠে যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় সেনাবাহিনীর পোশাক পড়ে তারা এমনভাবে এসেছে। তাদেরকে দেখলে কেউ আলাদাভাবে চিন্তা করতে পারবে না তারা যে ভূয়া। এছাড়া, আমরা আশপাশে কয়েকটি সিসিটিভি ফুটেজে তাদের সঙ্গে আসা কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের সঙ্গে নিয়ে আসা গাড়িগুলো শনাক্তের জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই আমরা তাদের আটক করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *