বিনোদন ডেস্ক:
শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ শারদীয় দুর্গাপূজার মহানবমী। এদিন সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। চারদিকে উৎসবের আমেজ চলছে। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উৎসব উদযাপনে ব্যস্ত রয়েছেন সবাই। এমনকি এ উৎসবেই মিলেমিশে একাকার বিনোদন জগতের তারকারাও। ব্যতিক্রম নন ঢালিনউড অভিনেত্রী পূজা চেরিও। এ বছরের পূজায় তার পরিকল্পনা কী, কোথায় ও কেমন কাটছে তা জানিয়েছেন এ অভিনেত্রী ।
পূজায় ভালো নেই অভিনেত্রী পূজা চেরি। একরাশ চাপা দুঃখকষ্ট আর নিরানন্দে অভিনেত্রী বলেন, সবাই জানেন— মা আমার সঙ্গে নেই। গত ছয় মাস হলো তিনি মারা গেছেন। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টি এমন— আমি তার মা।
তিনি বলেন ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে বিশেষ কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি, আর কিনবও না— কাজে ব্যস্ত থাকব।
এদিকে মন খারাপ থাকলেও প্রার্থনার জন্য পূজামণ্ডপে গেছেন অভিনেত্রী পূজা চেরি। উৎসবেও ব্যস্ত আছেন, শুটিংয়ের কাজেও ব্যস্ত। শুটিং ইউনিটের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ