নাহিদ ইসলাম :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি বসতবাড়ির চুলার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় ওই বাড়ির মালিক আরিফুল ইসলামকে (৪০) আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।
মাদককারবারি আরিফুলের বাড়ি গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুণ্টি গ্রামে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে র্যাব—৫ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার ওই বাড়িতে হেরোইনের প্যাকেজিং করা হতো। এরপর প্যাকেজিং করা হেরোইনগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে আরিফুল এই প্যাকেজিং করা হেরোইন বসত বাড়ির চুলার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখতেন। গোপন তথ্যের ভিত্তিতে ভোরে আরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার কর হয়েছে। এছাড়া ওই বাড়িতে হেরোইন প্যাকেজিং মেশিন ও একটি ওজন পরিমাপক যন্ত্রও জব্দ করা হয়েছে।
আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য আরিফুলকে প্রথমে র্যাব—৫ এর সদর দপ্তরের নিয়ে আসা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষ আজই তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, সহ সম্পাদক : বেলাল আহম্মেদ, সোহেল মাহমুদ, উপদেষ্টা সম্পাদক : নূরুল আফছার তৌহিদ, মোঃ বায়েজিদ সাউদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ