ভারতে মন্দিরে আতশবাজি দুর্ঘটনায় আগুন, আহত ১৫০

স্বাধীন সংবাদ ডেস্ক: 

 

ভারতের কেরালার কাসারগোড় জেলার নীলেশ্বরমের কাছে একটি মন্দিরে আতশবাজি দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

সোমবার উত্তর মালাবার অঞ্চলে অঞ্জুটাম্বালাম ভীরেকাভু মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, মন্দিরে উৎসবের সময় প্রচুর মানুষের ভিড় ছিল। রাতের দিকে মন্দির সংলগ্ন একটি আতশবাজির গুদামে আচমকা আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ শুরু হয়। জেলাপ্রশাসক, পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এনডিটিভি জানিয়েছে, মন্দির সংলগ্ন এলাকায় আতশবাজির প্রদর্শনী চলছিল। সেই সময়েই একটি বাজি দুর্ঘটনাবশত সংলগ্ন আতশবাজির গুদামের দিকে চলে যায়। তা থেকেই আগুন ধরে যায় আতশবাজির গুদামে। গুদামে প্রচুর পরিমাণে বাজি মজুত রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, অনুষ্ঠান প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড়। আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অনেকটা এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। নিমেষে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এরপরই ভিড়ের মধ্যে হইচই শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *