স্বাধীন সংবাদ ডেস্ক:
বাংলাদেশের ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।
গত ৮ অক্টোবর রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। যেখানে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, সহ সম্পাদক : বেলাল আহম্মেদ, সোহেল মাহমুদ, উপদেষ্টা সম্পাদক : নূরুল আফছার তৌহিদ, মোঃ বায়েজিদ সাউদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ