স্বাধীন সংবাদ ডেস্ক :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২শ' কেজি (২৪ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। সেই সঙ্গে ব্যাটারিচালিত ২টি টমটমসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- সেলিম আহমদ (২০) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের রহমত আলীর ছেলে এবং আমির হোসেন (৩৫) একই ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের হরমুজ আলীর ছেলে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে স্থানীয় কালিউরি ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন এস আই মোহন রায় ও এ এস আই নুরুল আমীন মোল্লা। বিশেষ ক্ষমতা আইনে আটকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, সহ সম্পাদক : বেলাল আহম্মেদ, সোহেল মাহমুদ, উপদেষ্টা সম্পাদক : নূরুল আফছার তৌহিদ, মোঃ বায়েজিদ সাউদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ