আবদুল হান্নান রিপন :
চাঁদপুর—১, কচুয়া উপজেলার ১২নং আশরাফপুর ইউনিয়নের জগতপুর বাজারে ৩১/১০/২০২৪ইং রোজ বৃহস্পতিবার বেলা ৩.০০ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পির অফিস উদ্বোধনী অনুষ্ঠান, পরিচিতি সভা ও গণ মিছিলের আয়োজন করেন কার্য নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ মোশারফ হোসেন মিয়াজীর কমিটির নেতা কর্মীরা অনুষ্ঠানস্থল ও অফিস ডেকারেশন করেন।
উক্ত অনুষ্ঠান আরম্ভ হওয়ার ৪ ঘন্টা আগেই ভাংচুর করা হয় সভাস্থল ও অফিস। খবর পেয়ে সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দেখেন ভাংচুর করা অফিসের সামনে অসহায় অবস্থায় বসে আছেন জনাব, মোঃ হাসান ইমাম মুন্সী, সিনিয়র সভাপতি (বি.এন.পি), ১২নং আশরাফপুর ইউনিয়ন। জনাব, হাসান ইমাম মুন্সী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পির পক্ষ হতে এক পরিচিতি সভা ও গণ মিছিলের আয়োজন করেছি।
অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী অফিসার হতে লিখিত অনুমতি নিয়েছি। তারপরও ড. আ.ন.ম এহছানুল হক মিলনের, ১২নং আশরাফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস এর নেতাকর্মীরা জগতপুর বাজারে এসে জাতীয়তাবাদী দল বি.এন.পির অফিস ডেকারেশনের স্থলে হঠাৎ এলোপাতাড়ী ভাংচুর আরম্ভ করে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের গালিগালাজ করে, বিভিন্ন হুমকি ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
হাসান ইমাম মুন্সী আরো অভিযোগ করে বলেন যাহারা এই ঘটনার সাথে জড়িত এবং ভাংচুর করেছে তাদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারনে দল থেকে বহিষ্কার করার দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, সহ সম্পাদক : বেলাল আহম্মেদ, সোহেল মাহমুদ, উপদেষ্টা সম্পাদক : নূরুল আফছার তৌহিদ, মোঃ বায়েজিদ সাউদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ