খসরু মৃধা :
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ—সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, আসাদুর রহমান কিরণ সীমান্ত পার হওয়ার সময় সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন। তবে কী কারণে তিনি পালানোর চেষ্টা করেছিলেন, তা বিস্তারিত জানানো হয়নি।
গাজীপুর মহানগরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করা কিরণ রাজনৈতিক মহলে পরিচিত একজন নেতা। সম্প্রতি কোনো আইনি বা রাজনৈতিক সমস্যার মুখে পড়ে তিনি পালানোর চেষ্টা করেছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বিজিবি’র একজন কর্মকর্তা জানান, “তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
তদন্তের অগ্রগতির বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, সহ সম্পাদক : বেলাল আহম্মেদ, সোহেল মাহমুদ, উপদেষ্টা সম্পাদক : নূরুল আফছার তৌহিদ, মোঃ বায়েজিদ সাউদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ