মোহাম্মদ এন, ইউ, মাসুদ;
গত ২৫/১১/২৪ ইং তারিখ রোজ সোমবার জিআরএস অভিযোগের প্রেক্ষিতে জোন-৫ এর পরিচালক মোহাম্মদ হামিদুল ইসলামের নেতৃত্বে জোন-৫/২ অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস সহ অন্যান্য কর্মকর্তাদের অংশগ্রহণে ঢাকাস্থ বসুন্ধরা শপিং কমপ্লেক্স বেজমেন্টের ১/২মোবাইল মার্কেটে তদারকি ও সর্তকমূলক অবগতির প্রধান্য পরির্দশন করা হয়। এছাড়া উক্ত মার্কেটের ফায়ার সেফটি ( সুরক্ষা ) ও অন্যান্য সেফটি ব্যবস্থা তদারকিরসহ আরো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করা হয়। উক্ত গুরুত্বপূর্ণ পরিদর্শনের সময় মার্কেট কর্তৃপক্ষ রাজউকের নিয়মকানুন বিষয়ে ভালোভাবে জ্ঞাতসহ সার্বিকভাবে সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, সহ সম্পাদক : বেলাল আহম্মেদ, সোহেল মাহমুদ, উপদেষ্টা সম্পাদক : নূরুল আফছার তৌহিদ, মোঃ বায়েজিদ সাউদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ