স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরি (র.) স্মরণে মাহফিল আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার।
অষ্টম ওফাত বার্ষিকী উপলক্ষে ওইদিন বাদে আসর থেকে জমিয়তুল ফালাহ মসজিদে মাহফিলটি অনুষ্ঠিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে বাদে এশা মিলাদ-কিয়াম, মোনাজাত ও তবরুক বিতরণ।
মাহফিলে অংশ নিতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, সহ সম্পাদক : বেলাল আহম্মেদ, সোহেল মাহমুদ, উপদেষ্টা সম্পাদক : নূরুল আফছার তৌহিদ, মোঃ বায়েজিদ সাউদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ