স্টাফ রিপোর্টার মোঃসাদেকুল ইসলাম;
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি. মো. শাহ আলম (৫৭) , পিতা. এলু মিয়া, মাতা. মোসা. আফিয়া খাতুন, সাং- কামালমোড়া পূর্ব পাড়া, থানা. বিজয়নগর, জেলা. বাহ্মণবাড়িয়া।
বুধবার ৪ ডিসেম্বর বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন পাহাড়পুর ইউপির কামালমোড়া পূর্ব পাড়াস্থ আসামির উত্তর ভিটির দক্ষিণ দুয়ারী চারকক্ষ বিশিষ্ট সেমি পাকা বসতঘরে অভিযান পরিচালনা করে।
অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার করে নিয়ম অনুযায়ী জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, সহ সম্পাদক : বেলাল আহম্মেদ, সোহেল মাহমুদ, উপদেষ্টা সম্পাদক : নূরুল আফছার তৌহিদ, মোঃ বায়েজিদ সাউদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ