শহীদুল্লাহ গাজী;
রাজধানী ডেমরায় আজাদ হোসেন নামে এক প্রবাসীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ সকাল ১১ টায় ডেমরা যাত্রাবাড়ী সড়কের বাঁশেরপুল এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন বাঁশেরপুর আমিনবাগ এলাকার সুলতানা ইয়াসমিন আক্তার রুমি জমিজমা সংক্রান্ত বিষয় উল্লেখ করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় মর্মে প্রবাসী আজাদের বিরুদ্ধে গত মঙ্গলবার ডেমরা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট বলে মানববন্ধনে জানায় এলাকাবাসী।
তারা আরো বলেন অবিলম্বে প্রবাসী আজাদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও হয়রানি মূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ তদন্ত স্বরূপ এ বিষয়ে তদন্ত করার আহ্বান জানান এলাকাবাসী।
পাশাপাশি সুলতানা ইয়াসমিন আক্তার রুমিকে হয়নারি মূলক কর্মকাণ্ড বন্ধ করে আজাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা দায়েরকৃত অভিযোগ তুলে নেয়ার দাবি জানান এলাকাবাসী।
অপরদিকে তদন্ত সাপেক্ষে সুলতানা ইয়াসমিন আক্তার রুমির আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি জোড় দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, সহ সম্পাদক : বেলাল আহম্মেদ, সোহেল মাহমুদ, উপদেষ্টা সম্পাদক : নূরুল আফছার তৌহিদ, মোঃ বায়েজিদ সাউদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ