মোঃ মাহাবুব আলম রিপোর্টার;
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদমিনারে--- বিজয় রেলি,পুষ্পস্তবক অর্পন এবং ৭১ ও ২৪ এর বীর শহীদদের জন্য দোয়া কামনা করেছেন - বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ,,, এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা,,, ঢাকা মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। এসময় রাজা বলেন ১৯৭১ সালের শহীদদের প্রেরনাই ২০২৪ এর বিপ্লবকে পদ দেখিয়েছিলো।
২৪ এর বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, সহ সম্পাদক : বেলাল আহম্মেদ, সোহেল মাহমুদ, উপদেষ্টা সম্পাদক : নূরুল আফছার তৌহিদ, মোঃ বায়েজিদ সাউদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ