বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় নেশার টাকা না দেওয়ায় পলি বেগম (৩৫) নামে এক নিরীহ গৃহবধূর হাত কেটে ফেলেছেন তাঁর মাদকাসক্ত স্বামী সাইদুর রহমান। পাষণ্ড স্বামীর এ নির্মম নির্যাতনের শিকার হয়ে বর্তমানে পলি বেগম জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল)।
গত শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ টেপুরা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শনিবার (৫ এপ্রিল) পলি বেগমের বোন মিলি বেগম আমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইদুর রহমান মৃধা একজন মাদকাসক্ত ও নিষ্ঠুর স্বামী। অবসরপ্রাপ্ত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক সেবন করে আসছেন। নেশার খরচ জোগাতে প্রায়ই স্ত্রীকে মারধর ও মানসিকভাবে নির্যাতন করতেন তিনি।
ঘটনার দিনও তিনি স্ত্রীর কাছে নেশার টাকা দাবি করেন। কিন্তু নিরীহ পলি বেগম তা দিতে অস্বীকৃতি জানালে, অমানবিক রূপ ধারণ করে সাইদুর। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ওপর পৈশাচিকভাবে হামলা চালান তিনি। এলোপাতাড়ি কোপে পলি বেগমের ডান হাত কনুই থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার পরও অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা যায়নি বলে অভিযোগ উঠেছে। পরিবার ও এলাকাবাসীর দাবি, এমন নৃশংস অপরাধের বিচার যেন দ্রুত হয় এবং পলি বেগম যেন সুবিচার পান।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ