স্টাফ রিপোর্টার:
বাবুল চক্রবর্তীর বিরম্নদ্ধে রয়েছে নানান অনিয়ম ও দুর্নিতীর অভিযোগ। ঠান্ডা মাথায় ট্রেনিং সেলে থাকাকালীন সময়ে কোটি কোটি টাকা কামিয়ে ইন্ডিয়ায় বাড়ি করেছেন। মোহাম্মদপুরে একাধিক ফ্লাট ক্রয় করেছেন,যা সকলেই জানে। সিডিএমপির বাহিরের মহিলা গুলিকে নিয়মিত ব্যবহার করতেন যা এখনো অব্যাহত আছে। সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার মাইন উদ্দিনের আশীর্বাদ পুষ্ট হয়ে তাকে ম্যানেজ করে ফায়ারের কল্যাণ ট্রাস্টের ডিএমডি পদে যোগদান করে সামান্য লাভ দেখিয়ে ফায়ার সার্ভিসের সুনাম ধ্বংস করে ফেলছেন।
সম্প্রতি বাংলাদেশ ইস্পাত কর্পোরেশন কর্তৃক টঙ্গী, কাঁঠালদিয়া, গাজীপুর বেক্সিমকো ফার্মাকিউটিক্যাল সংলগ্ন একটি কেমিক্যাল গোডাউন নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপন ব্যবস্থা নির্মাণ করার জন্য ফায়ার হাইড্রেন্ট তিনটি পাম্পসহ স্থাপন করা হয়, যার মূল্য ধরা হয়েছে ১২ কোটি ৪০ লক্ষ টাকা, কাজটি সম্পন্ন করেন ফায়ার এর কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যার নেতৃত্ব প্রদান করেন ডিএমডি বাবুল চক্রবর্তী ও উপপরিচালক উন্নয়ন আক্তারুজ্জামান। মজার বিষয় হলো ফায়ার সার্ভিসের এই কাজ করার জন্য নিজস্ব কোন ইঞ্জিনিয়ার কিংবা লোকবল নেই। এই দুইজন ইস্পাত কর্পোরেশনের নিকট হতে ফায়ার সার্ভিস এর নাম বিক্রি করে বাহিরের এ ওয়ান নামক কোম্পানি দিয়ে কাজ করিয়েছেন যাদের কোন অভিজ্ঞতা নেই। বিধায়, বুঝিয়ে দেওয়ার সময় পাম্প স্টার্ট দিলে একজন লোক মারাত্মক আহত হয় এই নিয়ে তুমুল হট্টগোল চলছে।
মূলত ১২ কোটি ৪০ লক্ষ টাকার মধ্যে সর্বোচ্চ ০৩ কোটি টাকা ব্যয় হয়েছে বাকি টাকা দুই চোরেরা আত্মসাৎ করেছে। এই দুইজন নারী দের সাথে অসব্য আচরণ এর অভিযোগ রয়েছে যার দায় ফায়ার সার্ভিস নিতে পারে না। এদেরকে অব্যাহতি দিয়ে ফায়ার সার্ভিসকে ধ্বংসের হাত থেকে বাঁচানো দরকার। বাবুল চক্রবর্তীর বিয়াই হচ্ছে মনোরঞ্জন সরকার। এডি স্টোর কোটি কোটি টাকা আত্মসাৎ করে ইন্ডিয়াতে বাড়ি গড়েছে, ছেলেমেয়েদের বিদেশে লেখাপড়া করা সহ বিলাসী চলাফেরা ও জীবন যাপন করছে।
ব্রিগেডিয়ার মাইন উদ্দিনের আশীর্বাদ পুষ্ট এই মনোরঞ্জন সরকার ঠিকাদারদের নিকট হইতে ৪০% ঘুষ নিয়ে নিম্নমানের পোশাক, বুট, কালী, ব্রাশ ও ব্যাগ যা ব্যবহার অযোগ্য সাপ্লাই দিচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি স্টেশনের গাড়ি পাম্প ধ্বংসের দ্বারপ্রান্তে শুধুমাত্র নিম্নমানের মালামাল লাগানোর কারণে যা বিভাগীয় ফোরম্যান মেকানিক্স এস/ও সিনিয়র এস/ও দের জিজ্ঞাসা করলে বিস্তারিত জানা যাবে। নিম্নমানের মালামালের কারণ জানতে চাইলে উনি উত্তর দেন কমিটিকে টাকা না দিয়ে একা খাওয়া যায়। এরা দুজনের বডি বাংলাদেশে, মন ভারতে। কাজেই মহাপরিচালকের নিকট অনুরোধ করেছেন নাম প্রকাশ না করা একাধিক ফায়ার কর্মীগণ। বাবুল চক্রবর্তী ও তার বিয়াই মনোরঞ্জন সরকার ঠান্ডা মাথায় বিভিন্ন অনিয়ম ও ঘুষ বানিজ্যর সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। বাবুল চক্রবর্তী, মনোরঞ্জন সরকার ও আখতারুজ্জামানের হাত হইতে প্রতিষ্ঠানটিকে রড়্গা করার জন্য অনুরোধ জানিয়েছেন মহাপরিচালকের কাছে । মহাপরিচালক একজন ভদ্রলোক ও ভালো মানুষ এটা সবাই জানে, তা নাহলে ভবিষ্যৎ বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে। এই বিষয় এ তিন জনের সাথে মোবাইলে কথা বললে তারা জানান, কাজ করতে গেলে কম বেশি এদিক সেদিক হবে এতে কিছু করার নেই।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ