খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড কুদাব এলাকায় অবস্থিত বি এম গিয়াস উদ্দিন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০২৫ আয়োজন করা হয়।
সোমবার ৭ই এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় উক্ত বিদ্যালয় মাঠে আলোচনা সভা, মিল্লাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এম গিয়াস উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী আব্দুল বাতেন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম মোল্লা, বক্তব্যে তিনি বলেন এই বিদায় ছেলে-মেয়েদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা, তোমরা একদিন সফলতা অর্জন করে বাবা-মা, শিক্ষক ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন, কুদাব এলাকার বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন ভূঁইয়া , একই এলাকার ব্যবসায়ী নাজমুল হোসেন। আরো উপস্থিত ছিলেন অন্যান্য ক্লাসের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ