মারিয়া আক্তার:
অসহায় কুসুমের পাশে দাঁড়িয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা । সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে প্রতারকদের । প্রেমের স্বীকৃতি হিসেবে মোসা: কুসুম (৪৩),পিতা- আলাউদ্দিন, ৬ জানুয়ারি ২০২৩ ইং তারিখে মোঃ সালমান এর সাথে (১০,০০০০০) দশ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া জনৈক সালমান কুসুম এর সাথে বিবাহে আবদ্ধ হয়। প্রেমের বিবাহের পর বেশ কিছু দিন ভালোই চলছিল তাদের সংসার । তাদের এ সুখের সংসার ভাঙতে ষড়যন্ত্রে মেতে উঠে মোসাঃ কুসুমের ননাস জেবুননেছা জুঁই (৩৩) ও তার স্বামী মোঃ নিজাম উদ্দিন (৩৮) পিতা -হেলাল শাহ।
ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় ৫১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধোলাইপাড় ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে শক্ত অবস্থান থাকায় কুসুমকে ভয় ভীতি দেখাতেন এবং আজেবাজে কথা ও নানান লোক দিয়ে হয়রানি করে বলতেন আমার শালা মোঃ সালমানকে না ছাড়লে তোকে জানে মেরে ফেলবো। আমাদের কিছুই করতে পারবি না তোরা।
কুসুম এর স্বামী মোঃ সালমানকে ও নানান ভাবে মানসিক টর্চারিং করে বলতো তোর বউকে ছেড়ে দে, না হলে সম্পত্তির ভাগ কিছুই পাবি না। ৫ জুলাই ২০২৪ ইং তারিখে আনুমানিক বিকাল ৫:০০ টার সময় মোঃ সালমান এর পৈত্রিক বাড়ীর অংশের ২টি ফ্ল্যাট ও ১টি দোকানের ভাড়া নিতে গেলে সালমান এর বড় ভাই ১/ দিলিপ( ৫০) ২/জেবুন্নেছা জুঁই ( ৩৩ ) সর্ব পিতা মৃত আ: রহিম মোল্লা, ৩/বোন জামাই নিজাম উদ্দিন সালমানের ভাড়াটিয়ার নিকট ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়া বলেন নিজাম ও তার স্ত্রী জুঁই সালমানকে ভাড়া দিতে না করেছেন।
বিগত ১০মাসের ভাড়ার টাকা সহ আর কোন দিন ফ্লাটের দাবি করলে মোঃ নিজাম উদ্দিন ও তার স্ত্রী জেবুন্নেছা জুঁই এলাকার ক্যাডার বাহিনী দিয়ে পিটিয়ে নানান মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করে। এই বিষয়ে সালমান নিজে শ্যামপুর থানায় অনলাইনে একটি জিডি করেন জিডি নং ৪৭৮ ট্রাকিং নং :SMUC16 ।
ধোলাইপাড় সমাজ কল্যাণ অফিসে ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বিষয়-পারিবারিক সমস্যা সমাধানের জন্য মোসাঃ কুসুম একটি অভিযোগ করেন। কিন্তু, ঘটনা তার উল্টো ঘটে কুসুম ও তার মেয়েকে জোর করে এনে রাত বারোটা পর্যন্ত নিজাম উদ্দিন ও স্ত্রী জেবুন্নেছা জুঁই ক্ষমতা দেখিয়ে শ্যামপুর থানার সহযোগিতায় কুসুমের মেয়েকে আটকে রেখে নানান রকম ভয় ভীতি দেখান।
যাতে কুসুমের স্বামী মোঃ সালমানকে ছেড়ে দেয়, না হলে কুসুম ও তার মেয়ের এবং এক বছরের নাতিনকেও ক্ষতি করবে বলে ভয় দেখানো হয়। সমাজ কল্যাণ অফিসের এটাই কি সমাধান ।দুজন নারী ও একটি মাসুম শিশুকে আটকে রাখার বিষয়টি নেককার ঘটনা ও লজ্জাজনক। সালমান শ্যামপুর থানার জিডি করার দুমাস পর বিগত ২০/৯/২০২৪ ইং তারিখে আনুমানিক বিকাল ৪:০০ টার সময় জেবুন্নেছা জুঁই ও তার স্বামী মোঃ নিজাম উদ্দিন সালমানের বাসায় এসে বলেন বিগত ১০ মাসের টাকা এবং চলমান ভাড়া ভাড়াটিয়ারা যেন তার কাছে দেয়। এই কথা বলে সালমানকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সালমান বাসায় ফিরে না আসায় কুসুম রাত দশটা পর্যন্ত সালমানের মোবাইলে ফোন দিলে তার মোবাইলটি বন্ধ পায়।
কুসুম পরের দিন সালমানের খোঁজে ২১/৯/২০২৪ ইং তারিখে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার কাছে খুঁজেও কুসুম কোন খোঁজ পায় না এক সপ্তাহ পেরিয়ে গেলে থানায় জিডি করতে গেলে নিজাম উদ্দিন ও জেবুন্নেছা জুঁই বাধা দেন এবং বলেন আমরা খুঁজে দিচ্ছি।কিন্তু অনেকদিন অতিবাহিত হবার পর নিজাম ও তার স্ত্রী জুঁই সালমানের কোন খোঁজ না দিলে সালমানকে না পেয়ে গত ১৪/১১/২০২৪ ইং তারিখে যাত্রাবাড়ী থানায় অনলাইনে একটি হারানো জিডি করেন জিডি নং ১০৪৪ সিডি ট্রেকিং নং-HBYHT ঘটনাটি শুনে কর্মরত অফিসার আদালতে একটি মামলা করতে বলেন কুসুম আদালতে একটি সিআর মামলা নং -১০১০/২০২৪ যাত্রাবাড়ী ধারা :৩৬২/৩৬৪/৩৬৫/৫০৬ দন্ডবিধি মামলা করেন।
মোঃ সালমানের বড় বোন জেবুন্নেছা জুঁই বলে তোর স্বামীকে আমরা কেরানীগঞ্জ আটকে রেখেছি।আমাদের কথা না শুনলে তোর স্বামীকে ছাড়বো না । কুসুম অনেক খোঁজাখুজির পর জানতে পারে , কেরানীগঞ্জ আলোর পথ রিহ্যাবে আছে সালমান। রিহ্যাবের মালিক মোঃ মির্জা কুসুমের ননাসের স্বামী নিজাম উদ্দিন এর বন্ধু । কুসুম সালমানের খবর জানার পর দেখা করতে গেলে তার সাথে দেখা করতে দেয় না। কুসুমের সাথে খারাপ ব্যবহার ও ভয় ভীতি দেখান। সেখানে রিহাবের মালিক মির্জা বলেন দেখা করার কোন অধিকার তোমার নেই ।
শুধু ভাই বোন জুঁই ও বোন জামাই নিজাম উদ্দিন দেখা করতে পারবে । এটা কি কোন আইন? এবং ফোনে মাসুম মির্জা ও মিজানের বন্ধু মোসাঃ কুসুমকে নানান লোক ও ফোনের মাধ্যমে হুমকি দেয় । পরবর্তীতে রিহ্যাব থেকে হঠাৎ সালমান ২৮ নভেম্বর ২০২৪ ইং তারিখে কুসুমকে তালাক দেন অনেক জানা যায় ৩ মাস অতিবাহিত হওয়ার আগেই মিজান উদ্দিন সালমানকে আবার বিয়ে করিয়েছেন। যে স্বামীর জন্য কুসুম এতকিছু করল সেই স্বামী তাকে তালাক দিল। নষ্ট করলো তার জীবন যৌবন পুরোটা ছিল তাদের সাজানো পরিকল্পিত নাটক এছাড়াও মানুষের কাছে রটিয়ে বেড়ায় কুসুমের কাবিনের টাকা দিয়ে দিয়েছে।
এই বিষয়ে কুসুম কোন ব্যবস্থা নিলে জানে মেরে ফেলবে বলে বড় বোন জেবুন্নেছা জুঁই ও তার দুলাভাই মোঃ নিজাম উদ্দিন আরো বলেন কুসুম বেশি বাড়াবাড়ি করলে র্যাবের কাছে ধরিয়ে দিবে । তার বন্ধু আছে বলে হুমকি প্রদান করেন । তথ্য অনুসন্ধান করে জানা যায় , নিজাম উদ্দিন তার বাবার দ্বিতীয় পরিবারের পুত্র প্রথম রবিবারের বড় দুই ভাইকে কোন পাত্তাই দেয় না স্বৈরাচার সরকার আমলে মানুষকে ভয় ভীতি দেখিয়ে অনেক অপকর্ম করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন মোঃ নিজাম উদ্দিন দাপটের সহিত ঘুরে বেরিয়েছেন নিজাম ও তার স্ত্রী জুঁই।
ধোলাই পরে স্বামী স্ত্রী এক নামে পরিচিত এই বিষয়ে কুসুম দেনমোহরের টাকা ও আইনি সহায়তার জন্য মানবাধিকার সংস্থার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিজাম উদ্দিন। জেবুন্নেছা জুঁই মোঃ সালমানকে আইনের আওতায় আনতে হবে এবং তার ন্যায্য টাকা ফিরিয়ে দিতে হবে সমাজ সেবার অফিসে যে আচরণ করেছেন তা সমাজসেবা অধিদপ্তরে লিখিত আকারে জানানো হবে এমন দোষীদের কে আইনের আওতায় আনতে হবে জানিয়েছেন মানবাধিকার সংগঠন। এই বিষয়ে জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা একাধিক সংবাদ প্রকাশ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ