হাসান আলী:
গতকাল ভুলবশত শিরোনামে আইকন বিল্ডিং ফর ফিউচার যা আসলে হবে বিল্ডিং ফর রিয়েল এস্টেট লিমিটেড। অনাকাঙ্খিত ভুলের জন্য আমরা দুঃখিত। বিশিষ্ট এ্যাপার্টমেন্ট ব্যবসায়ী, তরুণ ব্যবসায়ীদের আইকন বিল্ডিং ফর রিয়েল এস্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরুণ সৎ ব্যবসায়ী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আসাদ সাহেবের জন্মদিন উপলক্ষে বিল্ডিং ফর রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান পরিচালক কর্মকর্তা কর্মচারীরা ঘরোয়া পরিবেশে তার অনারম্ভ জন্মদিন পালন করেন। স্বাধীন সংবাদ এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ