আব্দুর রশিদ:
সাতক্ষীরায় গাজার ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী ও ওলামা পরিষদ এবং বিভিন্ন মুসল্লিরা। গাজায় ইজরাইলি গণহত্যার প্রতিবাদে শুক্রবার, ১১ এপ্রিল সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়।
গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান। মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।
ফিলিস্তিনের গাজায় প্রতিনিয়ত গণহত্যা করে চলেছে ইসরাইল। সবচাইতে দুঃখজনক নিরীহ শিশু বাবা মাকে খুঁজে পাচ্ছে না। নিরবিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনী বাসি। মুসলিম বিশ্বকে এক হয়ে প্রতিবাদ জানানোর কথা বলেন।
আর কতো দেখতে হবে ফিলিস্তিনের গণহত্যা। সেই সাথে নেতানিহার পদত্যাগ ও দাবি জানান। সাতক্ষীরায় বিক্ষোভ মিছিলে প্রতিবাদ জানিয়েছেন বন্য সর্ব মুসলিম।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ