খসরু মৃধা:
গাজীপুরে মহানগরে পূর্ব শত্রুতা ও ডিস- ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরুদের জেরে রাকিব মোল্লা নামে ১ কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার ১১ এপ্রিল রাত ৯টার দিকে ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাকিব মোল্লা (৩২) মহানগরের ৩১নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা যায়।
নিহতের স্বজনরা জানান, রাকিব মোল্লাকে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাথায়, ঘাড়ে, কাঁধে ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ