প্রভাস চক্রবর্ত্তী:
বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে জিহান নামের এক আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
জিহান পূর্ব ধোরলা গ্রামের কামাল ড্রাইভারের বাড়ির হেলাল উদ্দিন বাবলুর ছেলে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ১২ টার সময় উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
তার পারিবারিক সুত্রে জানা গেছে দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে জিহান বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.রাবেয়া বলেন, দুপুর ১টা ১০ মিনিটের সময় জিহান নামের এক শিশুকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন শিশুটি পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ